সর্বশেষ

আন্তর্জাতিক

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অগ্রগতি, শুল্ক কমানোর সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১২ মে, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। দুই দেশই এক যৌথ ঘোষণায় জানিয়েছে, পারস্পরিক পণ্যে আরোপিত উচ্চ হারের শুল্ক তারা প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এ খবরে বিশ্ববাজারে ইতিবাচক সাড়া পড়েছে।

সুইজারল্যান্ডের জেনেভায় সপ্তাহব্যাপী আলোচনার পর সোমবার এ ঘোষণা আসে। বৈঠকে চীনের নেতৃত্ব দেন দেশটির সহকারী প্রধানমন্ত্রী হি লিফেং এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার।

ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ মে থেকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে আরোপিত ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নামাবে। একইভাবে চীনও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসবে।

বিবৃতিতে জানানো হয়, উভয় দেশ বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি কাঠামো গঠনে সম্মত হয়েছে। ভবিষ্যতে এসব আলোচনা চীন, যুক্তরাষ্ট্র কিংবা তৃতীয় কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞ ও পরামর্শক পর্যায়ের বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবে দেশ দুটি।

বিশ্লেষকদের মতে, দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন