বজ্রপাত ও কালবৈশাখীতে পাঁচ জেলায় ১২ জনের মৃত্যু

সোমবার, ১২ মে, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।
এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১১ মে) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
জেলার নাসিরনগর ও আখাউড়া উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। নাসিরনগরের চাঁনপুর, গোকর্ণ ও কচুয়া গ্রামে বজ্রপাতে নিহত হয়েছেন আব্দুর রাজ্জাক (৩৫), মো. শামসুল হুদা (৬৫) এবং শিশু জাকিয়া (৭)। গুরুতর আহত হয়েছেন হামিদা বেগম (৪০), যিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আখাউড়ার রুটি ও বনগজ গ্রামে মারা গেছেন কৃষক সেলিম মিয়া (৬০) এবং যুবক জাকির খাঁ (২২)। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩
ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে মারা গেছেন ফারুক মিয়া (৬০), ফয়সাল মিয়া (২৮) এবং দ্বাদশ শ্রেণির ছাত্র কবির হোসেন (১৭)। নিহতদের সবাই মাঠে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হন। আহত হয়েছেন এক বৃদ্ধ আবু বকর (৬০), বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
শেরপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়ায় বজ্রপাতে খবির উদ্দিন (৪৫) নামের এক কৃষিশ্রমিক নিহত হন। আহত হন আরেক শ্রমিক সকুল (২০)। বজ্রসহ বৃষ্টির সময় মাঠে ধান কাটছিলেন তারা।
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ১
সদর উপজেলার বুলনপুর এলাকায় বজ্রপাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়। বজ্রপাতের সময় তিনি মাঠে কাজ করছিলেন।
ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে নিহত ২
সদর উপজেলার মরাকুড়ি বাজার এলাকায় কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে পড়ে মো. সজীব (২৩) ও মো. সুরুজ মিয়া (৬০) নামের দুই ব্যক্তি নিহত হন। একজন মাঠে ঘাস কাটতে গিয়ে, অপরজন বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা
বিভিন্ন জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, হঠাৎ আবহাওয়া পরিবর্তন এবং সচেতনতার অভাবে এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে। তারা বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।
১২১ বার পড়া হয়েছে