সর্বশেষ

জাতীয়

আজও সাত বিভাগে বৃষ্টির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ মে, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড গরমের মাঝে কিছুটা স্বস্তি নিয়ে রোববার (১১ মে) বিকেলে রাজধানী ঢাকাসহ দেশের কিছু এলাকায় বৃষ্টি হলেও বেশিরভাগ জায়গায় গরমের তীব্রতা অব্যাহত রয়েছে।

তবে স্বস্তির খবর জানিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সাতটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃষ্টির পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, যা চলমান তাপপ্রবাহ প্রশমনে সহায়ক হতে পারে।

পরবর্তী তিন দিনের পূর্বাভাস:
মঙ্গলবার (১৩ মে): সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে, তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বুধবার (১৪ মে): ময়মনসিংহ ও সিলেট বিভাগের পাশাপাশি কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চল এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না।
বৃহস্পতিবার (১৫ মে): ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা ছাড়াও রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কয়েকটি স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাস কিছুটা স্বস্তি দিলেও তাপপ্রবাহ পুরোপুরি কেটে যাওয়ার ইঙ্গিত এখনো মেলেনি।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন