সর্বশেষ

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পরও ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি লঙ্ঘনের অভিযোগ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১১ মে, ২০২৫ ৪:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দু’দেশের সীমান্তে উত্তেজনা কমেনি।

চুক্তির ৪৮ ঘণ্টার মধ্যস্থতা শেষে শনিবার এই যুদ্ধবিরতির ঘোষণা আসে, তবে এর কিছুক্ষণ পর থেকেই শুরু হয় পাল্টাপাল্টি অভিযোগ।

ভারত অভিযোগ করেছে, যুদ্ধবিরতির শর্ত ভেঙে পাকিস্তান ফের গুলি চালিয়েছে। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গভীর রাতে এক সংবাদ সম্মেলনে জানান, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ শুরু করে, যা ‘চুক্তির স্পষ্ট লঙ্ঘন’। তিনি আরও জানান, ভারতীয় সেনাবাহিনী এই হামলার জবাব দিচ্ছে এবং পরিস্থিতি কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

অন্যদিকে পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা দাবি করেছে, ভারতই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা চুক্তি বাস্তবায়নে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং সেনারা দায়িত্বশীল আচরণ করছে। একইসঙ্গে তারা সীমান্তে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায়।

এই উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল, যখন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা অস্বীকার করে। উত্তেজনার প্রেক্ষাপটে গত মঙ্গলবার রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায়, যার আওতায় পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালানো হয়। এরপর পাকিস্তান দাবি করে, তারা ওই রাতে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

যদিও যুদ্ধবিরতির ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে, তবে বাস্তবে তা কতটা কার্যকর হবে—তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন