আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এনসিপি নেতাদের ফেসবুকে প্রতিক্রিয়া

রবিবার, ১১ মে, ২০২৫ ৩:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
সরকারের এই সিদ্ধান্তের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। শনিবার (১০ মে) রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারা নিজেদের মতামত প্রকাশ করেন।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ জানাই। দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানাই।” তিনি আরও বলেন, “জুলাই ঘোষণাপত্র এবং বিচারপ্রক্রিয়ার প্রশ্নে আন্দোলন অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।” এছাড়া তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করা হয়।
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, “ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। অনেকেই এই সিদ্ধান্তে অসন্তুষ্ট। রাজপথ ছাড়া যাবে না। ইনকিলাব জিন্দাবাদ।”
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে আন্দোলনকারীদের রাজপথে টিকে থাকার আহ্বান জানিয়ে লেখেন, “সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাবো। ততক্ষণ অবস্থান ত্যাগ করা যাবে না।”
এই পোস্টটি শেয়ার করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এদিকে, আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে আন্দোলনরত ছাত্র-জনতা উল্লাস প্রকাশ করেছেন। তবে তারা এখনো সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে যাচ্ছেন।
১২৫ বার পড়া হয়েছে