চালের দাম কমলেও সবজিতে আগুন, চড়া ডিমের বাজার

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বোরো মৌসুমে নতুন ধান আসতে শুরু করায় বাজারে সরু চালের দাম কমেছে।
তবে ঈদের পরপরই রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। একইসঙ্গে ডিমের দামও বেড়েছে ডজনপ্রতি ৫ টাকা।
রাজধানীর মিরপুর, পল্লবী ও আশপাশের কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মিনিকেটসহ কিছু সরু চালের দাম কেজিপ্রতি ১০-১২ টাকা কমেছে। মিনিকেটের জনপ্রিয় ব্র্যান্ড যেমন ডায়মন্ড, মঞ্জুর, রশিদ—এই চালগুলো বর্তমানে ৭৫-৭৮ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে দুই সপ্তাহ আগেও এ দাম ছিল ৮৮-৯০ টাকা।
অন্যদিকে, সবজির বাজারে একপ্রকার হাহাকার চলছে। প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ৭০-৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।
সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ, কেজি ১৬০ থেকে ১৮০ টাকা। এছাড়া পটোল ও চিচিঙা ৭০-৮০ টাকা, কাঁকরোল ৯০-১০০ টাকা, ঝিঙা ও করলা ৮০-১০০ টাকা, কচুরমুখি ১০০-১২০ টাকা এবং সজনে ডাটা ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কমদামি সবজি হিসেবে পরিচিত পেঁপেও বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় এই দাম। শিগগিরই বর্ষা শুরু হলে দাম কিছুটা কমবে বলে তারা আশা করছেন।
ডিমের বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। ফার্মের ডিমের ডজন এখন ১৪৫ টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল ১৩৫-১৪০ টাকা।
তবে ব্রয়লার মুরগির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকা দরে। সোনালি মুরগির দাম মানভেদে ২৮০ থেকে ৩০০ টাকা। গরুর মাংসও কেজিপ্রতি ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রয়োজনীয় পণ্যের এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ভোক্তারা চরম বিপাকে।
১২৩ বার পড়া হয়েছে