সর্বশেষ

রাজনীতি

১৭ বছর পর বাবার বাড়ি যাচ্ছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ রাজকীয় বিমানে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

একই বিমানে লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এছাড়া ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও।

জানা গেছে, জুবাইদা রহমান রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর সড়কের ‘মাহবুব ভবন’-এ উঠবেন, যা তার বাবার বাড়ি। সেখানে বর্তমানে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু এবং বড় বোন শাহীনা জামান পরিবারসহ বসবাস করছেন। সম্প্রতি সৈয়দা ইকবাল মান্দ বানু রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুবাইদার আগমন উপলক্ষে কয়েক দিন ধরে মাহবুব ভবনে চলছিল সাজসজ্জা ও গোছগাছ।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছেড়েছিলেন জুবাইদা রহমান। ওই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তারেক রহমান, জুবাইদা রহমান এবং ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে। মামলার রায়ে ঢাকার একটি আদালত জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আদালত ওই সাজা স্থগিত করে।

সিলেটে জন্ম নেওয়া জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন এবং ১৯৯৫ সালে বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়ে সরকারি চিকিৎসক হিসেবে যোগ দেন। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন গেলে সরকার তাকে চাকরি থেকে বরখাস্ত করে। পরে তিনি ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি নেন।

উল্লেখ্য, জুবাইদার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৭৮ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন এবং পরবর্তীতে হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের যোগাযোগ ও কৃষিমন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী তার চাচা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন