এক্সপ্রেসওয়েতে ২০ টাকা টোলে চলার অনুমতি পেল মোটরসাইকেল-অটোরিকশা

সোমবার, ৫ মে, ২০২৫ ৭:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্য থেকে চিকিৎসা শেষে দেশে ফেরাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
যানজটের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের অনুরোধে সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালেদা জিয়াকে স্বাগত জানাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত অবস্থান নেবেন, যার ফলে নিচের সড়কে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার জানান, "শুধুমাত্র বিশেষ পরিস্থিতি বিবেচনায় এ অনুমতি দেওয়া হয়েছে। প্রতিটি মোটরসাইকেল ও অটোরিকশাকে ২০ টাকা টোল দিতে হবে।"
উল্লেখ্য, ২০২৩ সালে চালু হওয়া এই এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ও দুর্ঘটনার ঝুঁকির কারণে দুই ও তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। তবে অতীতেও বিশেষ পরিস্থিতিতে সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার কাতার এয়ার অ্যাম্বুলেন্সে করে দোহা হয়ে মঙ্গলবার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তিনি। তাঁর গাড়িবহর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিবর্তে নিচের সড়ক ব্যবহার করবে।
এ উপলক্ষে সোমবার নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলীয় নেতাকর্মীরা পথে পথে অবস্থান নিয়ে নেত্রীকে অভ্যর্থনা জানাবেন এবং তাদের চলাচল ও আচরণ সংক্রান্ত দিকনির্দেশনাও দিয়েছেন তিনি।
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমানে বিমানবন্দর থেকে কারওয়ান বাজার পর্যন্ত চালু রয়েছে। পুরো প্রকল্পটি বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত এবং এটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) নির্মাণাধীন।
১২২ বার পড়া হয়েছে