সর্বশেষ

রাজনীতি

গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলা: এখন পর্যন্ত ৫৪ জন আটক

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

সোমবার, ৫ মে, ২০২৫ ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় পুলিশের অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের অধিকাংশই আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান সোমবার সকালে সাংবাদিকদের বলেন, “যে সরকারকে তাঁরা বিদায় করেছেন, সেই সরকারের লোকজনই এই হামলার সঙ্গে জড়িত। ইস্যু তৈরি করতেই তারা এই হামলা চালিয়েছে।” তিনি আরও জানান, ঘটনার পর থেকে পুলিশ টানা অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। তবে সোমবার সকাল পর্যন্ত থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই মহানগরের বাসন এলাকা থেকে যুবলীগ নেতা নিজাম উদ্দিন ও কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ ওরফে দিপু-সহ কয়েকজনকে আটক করা হয়। রাতভর অভিযান চালিয়ে মোট ৫৪ জনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ঢাকায় ফেরার পথে যানজটে আটকে থাকা হাসনাত আবদুল্লাহর গাড়িতে চার-পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হামলা চালায়। এতে তাঁর কনুইতে কেটে যায় এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়।

অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান জানান, হামলার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হাসনাতের গাড়িবহর বোর্ডবাজারের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে আশ্রয় নেয়। পরে তাঁকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয় এবং সেখান থেকে পুলিশের তত্ত্বাবধানে রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পৌঁছে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে এবং দ্রুতই আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন