সর্বশেষ

ধর্ম

বাকী থাকা ১০ হাজার হজযাত্রীর ভিসার আবেদনের শেষ সময় আজ দুপুর

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ মে, ২০২৫ ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর বাংলাদেশের হজ কোটা অনুযায়ী অনুমোদিত হলেও এখনও প্রায় ১০ হাজার হজযাত্রীর ভিসার আবেদন করা হয়নি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আজ সোমবার (৫ মে) দুপুর ১২টার মধ্যে এসব আবেদন দাখিল না করা হলে সংশ্লিষ্টরা হজে যেতে পারবেন না।

রোববার (৪ মে) লিড বা সমন্বয়কারী হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো এক জরুরি চিঠিতে ধর্ম মন্ত্রণালয় বিষয়টি স্পষ্ট করে জানায়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তার বরাত দিয়ে জানানো হয়, ভিসার আবেদন করার নির্ধারিত সময়সীমা ৫ মে দুপুর ১২টা পর্যন্ত। এর পর নুসুক মাসার প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হবে এবং পরবর্তীতে আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, আবেদন দাখিলের জন্য আগ্রহী হজযাত্রীদের পাসপোর্ট, বায়োমেট্রিক এনরোলমেন্ট, আবাসনের ঠিকানা এবং ফ্লাইট সংক্রান্ত তথ্যসহ প্রয়োজনীয় সব তথ্য দ্রুততার সঙ্গে অনলাইনে দাখিল করতে হবে।

এজেন্সিগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে চিঠিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ভিসার আবেদন না হলে দায় নিতে হবে সংশ্লিষ্ট লিড এজেন্সি এবং সমন্বয়কারী এজেন্সিকে। এমন অবহেলা প্রমাণিত হলে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১ এবং বিধিমালা-২০২২ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১ হাজার ৯০০ জন। গত ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন