সর্বশেষ

সারাদেশ

ইছামতী নদী খননে নতুন যাত্রা: পাবনা শহরে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ৪ মে, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো পাবনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত ইছামতী নদীর খনন কার্যক্রম।

শনিবার সকালে শহরের লাইব্রেরী বাজার সংলগ্ন পুরাতন ব্রিজের পাশে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি, এবং ‘ইছামতী নদী উদ্ধার আন্দোলন’-এর নেতৃবৃন্দ। উদ্বোধন উপলক্ষে নদীর পাড়ে মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। তারা খনন কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান এবং অবৈধ দখল ও বাধা প্রতিরোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

ইছামতী নদী পুনরুজ্জীবনে নেয়া এই প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। প্রকল্পের আওতায় মোট ৩৩.৭৭২ কিলোমিটার নদী খননের পাশাপাশি সংশ্লিষ্ট নদী ও লিংক চ্যানেলসহ মোট ১১০.২১৬ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ইতোমধ্যে প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে।

প্রকল্পের অধীনে নদীর দুই পাড়ে ১০ কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে ও ড্রেন নির্মাণ, ৫৬টি ঘাট, ২৩টি সেতু এবং বৃক্ষরোপণের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি পদ্মা ও যমুনা নদীর সঙ্গে ইছামতীর সংযোগকারী লিংক চ্যানেলগুলো সচল করার কাজও চলমান রয়েছে।

‘ইছামতী নদী উদ্ধার আন্দোলন’-এর সভাপতি এস. এম. মাহবুব আলম বলেন, “দীর্ঘ ১০ বছরের আন্দোলনের বাস্তব ফল এখন আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই কাজ বাস্তবায়ন হচ্ছে—এটি অত্যন্ত ইতিবাচক একটি দৃষ্টান্ত।”

উল্লেখ্য, ২০১৬ সালে ইছামতী নদী উদ্ধার আন্দোলনের সূচনা হলেও নানা প্রতিবন্ধকতায় কাজ থেমে থাকলেও, অবশেষে ২০২৩-২৪ অর্থবছরে সরকারিভাবে ‘ইছামতী নদী পুনরুজ্জীবিকরণ প্রকল্প’ হাতে নেয়া হয়। 

এই প্রকল্পের মাধ্যমে মৃতপ্রায় ইছামতী নদীর জীবনীশক্তি ফিরে আসবে—এমন আশায় বুক বেঁধেছেন পাবনার মানুষ।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন