সালমান-অক্ষয়ের জায়গা নিচ্ছেন কারা

শনিবার, ৩ মে, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরুণ ধাওয়ান বর্তমানে ডেভিড ধাওয়ান পরিচালিত কমেডি ছবি 'হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়' এর শুটিং নিয়ে ব্যস্ত।
বরুণ ধাওয়ান বর্তমানে ডেভিড ধাওয়ান পরিচালিত কমেডি ছবি 'হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়' এর শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। স্কটল্যান্ডে চলছে ছবিটির শুটিং। সম্প্রতি উত্তরাখণ্ডে একটি ছবির শুটিংয়ে আহত হলেও বরুণ দ্রুত সেরে উঠেছেন এবং পুরোদমে কাজ শুরু করেছেন। এদিকে, কার্তিক আরিয়ান তাঁর নতুন ছবি 'নাগজিলা'র ঘোষণা দিয়েছেন, যা করণ জোহর প্রযোজনা করছেন। শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে।
ডেভিড ধাওয়ানের কমেডি ছবি 'হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়' এর শুটিংয়ে এখন ব্যস্ত বরুণ ধাওয়ান। এই ছবিতে বরুণের নায়িকা পূজা হেগড়ে। স্কটল্যান্ডে ছবিটির শুটিং চলছে। সম্প্রতি উত্তরাখণ্ডে একটি শুটিংয়ে আঘাত পেলেও বরুণ দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরেছেন। অন্যদিকে, করণ জোহরের প্রযোজনায় কার্তিক আরিয়ানের নতুন ছবি 'নাগজিলা'র ঘোষণা এসেছে। খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
আপনি চাইলে আরও ভিন্নভাবে লিখতে বলতে পারেন।
১২২ বার পড়া হয়েছে