চালের বাজারে স্বস্তি, সবজি ও মাছের দাম চড়া

শনিবার, ৩ মে, ২০২৫ ৮:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ সময় পর রাজধানীর বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে চালের দামে। ইরি-বোরো ধান উঠতে শুরু করায় বিশেষ করে নতুন মিনিকেট চালের দাম কমেছে।
তবে বিপরীতে, গ্রীষ্মের শুরুর এই সময়ে সবজি ও মাছের বাজারে চড়া দামের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (২ মে) সকালে রাজধানীর রামপুরা, খিলগাঁও ও তালতলা বাজার ঘুরে দেখা গেছে, নতুন মিনিকেট চাল প্রতি কেজি ৭৪ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যেখানে পুরোনো মিনিকেট ৭৮ থেকে ৮৮ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, নতুন চালের বস্তাপ্রতি (২৫ কেজি) দাম ১০০ থেকে ২০০ টাকা কমেছে, বর্তমানে মিনিকেটের প্রতি বস্তা ২০০০ টাকার মধ্যে মিলছে, যা কিছুদিন আগে ছিল ২২০০ টাকা পর্যন্ত।
এছাড়া, মোটা চাল ৫৮ থেকে ৬২ টাকা, মাঝারি চাল ৬৪ থেকে ৭০ টাকা এবং সরু নাজিরশাইল ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের ধারণা, বোরো মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় চালের দাম আরও কিছুটা কমতে পারে।
অন্যদিকে, সবজির বাজারে দাম বেড়েই চলেছে। শীতের সবজির মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কম, ফলে প্রতি কেজি পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা ৬০-৮০ টাকা, করলা, বেগুন, বরবটি, চিচিঙা ৮০-১০০ টাকা এবং কাঁকরোল ১০০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। সজনে ডাটার দাম তো সর্বদা উচ্চ — এখন প্রতি কেজি ১২০-১৫০ টাকা।
মাছের বাজারেও একই চিত্র। চাষের মাছের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ইলিশের দাম আকাশছোঁয়া — ৭০০ গ্রামের একহালি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ৫ হাজার টাকায়, এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ২-৩ হাজার টাকা প্রতি পিস, আর ছোট ইলিশ (৪০০-৫০০ গ্রাম) ১২০০-১৫০০ টাকা পর্যন্ত উঠেছে। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে ৭৫০-৮০০ টাকা কেজি, নদীর চিংড়ি ১০০০-১২০০ টাকা কেজি দরে। এছাড়া রুই, কাতলা, তেলাপিয়া ও পাঙাশের দামও ২০-৫০ টাকা বেড়েছে, বর্তমানে রুই-কাতলা ৩২০-৩৬০ টাকা, তেলাপিয়া ২২০-২৪০ টাকা এবং পাঙাশ ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজের বাজারে ঈদের পর যে দাম বেড়েছিল, তা এখনো স্থির — প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা, পাড়া-মহল্লায় তা আরও ৫ টাকা বেশি।
তবে মুরগি ও ডিমের বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০-১৮০ টাকা, সোনালি জাতের মুরগি ২৭০-২৮০ টাকা এবং ফার্মের ডিম প্রতি ডজন ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত মাসখানেক ধরে প্রায় একই রকম রয়েছে।
সামগ্রিকভাবে, চালের দামে স্বস্তি এলেও সবজি ও মাছের উচ্চমূল্য নিয়ে এখনো ভোগান্তিতে আছেন সাধারণ মানুষ।
১২০ বার পড়া হয়েছে