সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ইয়েলোস্টোনের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩ মে, ২০২৫ ৪:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও আটজন।

শনিবার (৩ মে) বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ মে) পূর্ব আইডাহোর একটি মহাসড়কে পর্যটকবাহী একটি শেভি পিকআপ ট্রাক ও একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর উভয় গাড়িতে আগুন ধরে যায়, ফলে ভ্যানে থাকা ছয়জন এবং পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যান।

আইডাহো রাজ্য পুলিশের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা রজার মেরিল সিবিএস নিউজকে জানান, তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন ধ্বংসস্তূপ ও আগুনের শিখা দেখতে পান। তিনি বলেন, ‘দুটি গাড়িতেই আগুন লেগেছিল, আর পথচারীরা মহাসড়কের পাশে আহতদের সাহায্য করার চেষ্টা করছিলেন।’

তিনি আরও বলেন, ‘এটি খুবই বিপজ্জনক মহাসড়ক, বিশেষ করে এটি ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের প্রধান প্রবেশপথের দিকে যাওয়ায় এখানে সবসময় প্রচুর যানবাহন চলাচল করে।’

এ ঘটনায় নিহতদের পরিচয় ও জাতীয়তা এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, স্থানীয় করোনারের অফিস পরিবারের সদস্যদের খবর দেওয়ার পর নিহতদের নাম প্রকাশ করা হবে।

পুলিশ জানিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন