রামগড়ে বিনামূল্যের টিকায় ২৫টি গবাদি পশুর মৃত্যুর অভিযোগ

শুক্রবার, ২ মে, ২০২৫ ৬:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় বসন্ত রোগের (গোট পক্স) বিনামূল্যে সরকারি টিকা নেওয়ার পর অন্তত ২৫টি গরু ও ছাগলের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার লামকুপাড়া ও আশপাশের এলাকায় প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে টিকাদান কার্যক্রম চালানো হয়। পরে একে একে অনেক গবাদি পশু অসুস্থ হয়ে পড়ে এবং কিছু মারা যায়।
ঘটনার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত খামারিরা অসুস্থ পশু নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিক্ষোভ করেছেন। তারা দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যমতে, গত ১৫ এপ্রিল শতাধিক ছাগল ও ২০-২৫টি গরুকে গোট পক্স টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার পর অধিকাংশ পশুর শরীরে ফোসকার মতো প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ২১টি ছাগল ও ৪টি গরু মারা যায় বলে নিশ্চিত করেন কর্মকর্তারা।
ক্ষতিগ্রস্ত খামারি লুৎফর রহমান জানান, “টিকা দেওয়ার দুইদিন পর আমার তিনটি ছাগল ও দুটি গরু মারা যায়। আরও অনেক পশু ধীরে ধীরে অসুস্থ হচ্ছে।”
স্থানীয় গৃহিণী সায়েরা খাতুন বলেন, “আমার সংসার চলে গরু-ছাগল বিক্রি করে। টিকার পর তিনটি ছাগল মারা গেছে, বাড়িতে আরও তিনটি অসুস্থ।”
বৃহস্পতিবার (১ মে) চট্টগ্রাম প্রাণিসম্পদ বিভাগের একটি মেডিকেল টিম লামকুপাড়া এলাকা পরিদর্শন করে। তারা মৃত পশুর ময়নাতদন্ত এবং অসুস্থদের নমুনা সংগ্রহ করেছে। এ ছাড়া খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি জানান, “জেলার অন্যান্য উপজেলায় একই ভ্যাকসিন প্রয়োগ করা হলেও কোথাও এমন প্রতিক্রিয়া দেখা যায়নি। টিকার মান, সংরক্ষণসহ সবকিছু নিয়ম মেনেই করা হয়েছিল। তারপরও রামগড়ে কেন এমন ঘটনা ঘটল, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।”
এ ঘটনায় প্রাণিসম্পদ বিভাগও বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
১১০ বার পড়া হয়েছে