'মানবিক করিডোর' ইস্যুতে জাতীয় সংসদের সিদ্ধান্ত জরুরি: তারেক রহমান

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৮:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
মিয়ানমারের সঙ্গে 'মানবিক করিডোর' বিষয়ে জাতীয় সংসদের বাইরে কোনো সিদ্ধান্ত দেশের স্বার্থে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকার যে কোনো পদক্ষেপ নিলে তা মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। "মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক"—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে বিএনপির নেতারা অংশ নেন।
তারেক রহমান বলেন, "ক্ষমতার লোভ যেন কাউকে স্বৈরাচারের পথে না ঠেলে। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া শ্রমিকসহ সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।"
তিনি আরও বলেন, “বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। এই রাজনীতির উদ্দেশ্য হলো—a গণতান্ত্রিক সমাজ গঠন, যেখানে শ্রমিকসহ প্রত্যেকে তার ন্যায্য অধিকার ফিরে পাবে।”
সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দেশের অস্তিত্ব এখন গণতন্ত্রের ওপর নির্ভর করছে। কোনো বিদেশি স্বার্থরক্ষা নয়, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নিতে হবে।"
তিনি বলেন, "সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের জীবনমান এখনো পরিবর্তিত হয়নি। শ্রমিকের ভাগ্য পরিবর্তনই এখন বিএনপির অগ্রাধিকার।"
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। সমাবেশ শেষে নয়াপল্টনের জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাগুলোতে।
বক্তারা বলেন, অবিলম্বে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তবেই দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
১০২ বার পড়া হয়েছে