সর্বশেষ

রাজনীতি

আগামী ৪ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, ফিরতি যাত্রায় বিশেষ ব্যবস্থা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী রবিবার, ৪ মে দেশে ফিরছে

লন্ডন থেকে তার এই ফিরতি যাত্রার বিষয়টি নিশ্চিত করেছে একটি নির্ভরযোগ্য সূত্র। দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থানরত বর্ষীয়ান এই রাজনীতিকের দেশে ফেরার প্রস্তুতি চলছে বিশেষ ব্যবস্থাপনায়।

সূত্র জানায়, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে খালেদা জিয়ার যাত্রার জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। যদিও এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, তবুও চিকিৎসক ও সফরসঙ্গীরা তার স্বাস্থ্যগত প্রয়োজন বিবেচনায় সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন। পুরো বিষয়টির তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি।

এদিকে, বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার সফরসঙ্গীদের একটি তালিকা ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তার দুই পুত্রবধূ, ব্যক্তিগত সহকারী, ঘনিষ্ঠ সফরসঙ্গী এবং যুক্তরাজ্য বিএনপির কয়েকজন শীর্ষ নেতা ও তাঁদের স্ত্রীগণ তার সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরবেন।

খালেদা জিয়া চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ১৭ দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে বর্তমানে তিনি তারেক রহমানের কিংস্টনের বাসভবনে অবস্থান করছেন। বহু বছর ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্‌রোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা ঝুঁকি বিবেচনায় তার লিভার ট্রান্সপ্লান্ট না করার সিদ্ধান্ত নেন।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন