দুই দেশের সীমান্তে গোলাগুলির সর্বশেষ খবর

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ১১:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে টানা ছয়দিন ধরে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত থেকে বুধবার (৩০ এপ্রিল) ভোর পর্যন্ত একাধিক সেক্টরে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সেনা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
সর্বশেষ জানা গেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে জম্মু অঞ্চলের পারগাওয়াল সেক্টরে গুলি ছোড়ে। পাশাপাশি নওশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরেও গুলির শব্দ পাওয়া যায়। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, বিনা উসকানিতে এসব হামলার জবাবে তারা পাল্টা গুলি চালিয়েছে।
ভারত অভিযোগ করছে, পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ‘অযাচিত ছোট অস্ত্র’ ব্যবহার করছে এবং একাধিকবার উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। সেনাবাহিনী দাবি করেছে, প্রতিবারই ‘পরিমিত ও কার্যকর’ প্রতিক্রিয়া জানানো হয়েছে।
এটি কোনো একদিনের ঘটনা নয়। গত বৃহস্পতিবার রাত থেকে এ ধরনের গোলাগুলির ঘটনা ঘটে চলেছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
এর পেছনে কারণ হিসেবে অনেকে উল্লেখ করছেন ২২ এপ্রিল পেহেলগামে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলাকে, যেখানে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হন। নিহতদের মধ্যে একজন নেপালের নাগরিক এবং একজন স্থানীয় কাশ্মীরিও ছিলেন। হামলার পর ভারত সরকার কূটনৈতিকভাবে কড়া পদক্ষেপ নিতে শুরু করে, যার মধ্যে অন্যতম হলো সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, হামলার জবাব দেওয়া হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদ ভারতের এই সিদ্ধান্তকে ‘যুদ্ধের উসকানি’ বলে উল্লেখ করেছে। এতে দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে।
১০৪ বার পড়া হয়েছে