সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন: লাহোরে নিযুক্ত কনসাল

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে স্পষ্ট বার্তা দিল চীন।
দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে বেইজিং।
চীনের লাহোরস্থ কনসাল জেনারেল ঝাও শিরেন এই মন্তব্য করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কেন্দ্রীয় পাঞ্জাব শাখার নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই কথা বলেন তিনি। বৈঠকটি অনুষ্ঠিত হয় পিপিপি কেন্দ্রীয় পাঞ্জাবের অর্থ সম্পাদক আহমাদ জাওয়াদ রানার বাসভবনে।
ঝাও বলেন, "চীন পাকিস্তানের সঙ্গে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে—বিশেষ করে নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে।" তবে তিনি স্পষ্ট করে জানান, চীন যুদ্ধকে সমাধান হিসেবে দেখে না, বরং শান্তিপূর্ণ সংলাপ ও কূটনৈতিক পথেই সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করে।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে খোলামেলা আলোচনা হয়। ঝাও শিরেন আরও বলেন, চীন-পাকিস্তান বন্ধুত্ব কেবল কৌশলগত নয়, এটি হৃদয়ের সম্পর্কও। “প্রত্যেক চীনা নাগরিক পাকিস্তানকে ভালোবাসে, এবং পাকিস্তানিরাও চীনকে সমান শ্রদ্ধা ও ভালোবাসা জানায়।”
উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানোর পক্ষে মত দেন। বৈঠকের শেষ অংশে আবারও পুনর্ব্যক্ত করা হয়—চীন-পাকিস্তান বন্ধুত্ব চিরকাল অটুট থাকবে।
১০৫ বার পড়া হয়েছে