বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি পতন

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চলতি মাসে ব্যাপকভাবে কমেছে। মাসিক হিসেবে এটি গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় পতন বলে মনে করা হচ্ছে।
মূলত যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের কারণে বৈশ্বিক চাহিদা হ্রাসের আশঙ্কা থেকেই এই দরপতন ঘটেছে।
বুধবার (৩০ এপ্রিল) লন্ডনভিত্তিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ কমে ৬৩ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৭৯ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৬৩ ডলারে।
চলতি এপ্রিল মাসে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ১৭ শতাংশ কমেছে, যা ২০২১ সালের নভেম্বরের পর থেকে সর্ববৃহৎ মাসিক পতন।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বাজারে অস্থিরতা দেখা দেয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় চীনও শুল্ক আরোপ করায় বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা বেড়ে যায়। ফলে তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়।
রয়টার্সের এক জরিপে দেখা গেছে, শুল্কযুদ্ধের প্রেক্ষিতে এ বছর বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি রয়েছে। অন্যদিকে, চীনের এপ্রিল মাসের শিল্পোৎপাদন ১৬ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত হারে সংকুচিত হয়েছে, যা চাহিদা হ্রাসের আরেকটি বড় ইঙ্গিত।
এএনজেড ব্যাংকের সিনিয়র পণ্য বিশ্লেষক ড্যানিয়েল হাইন্স বলেন, “বাণিজ্য উত্তেজনার মধ্যে তেলের চাহিদা নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের মনোভাবকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।”
এছাড়া, শুল্ক নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে ভোক্তা আস্থা এপ্রিল মাসে প্রায় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে।
১১৬ বার পড়া হয়েছে