সাতক্ষীরায় আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় এবারের আম মৌসুমের জন্য নির্ধারিত ক্যালেন্ডার প্রকাশ করেছে জেলা প্রশাসন।
আগামী ৫ মে থেকে শুরু হবে জেলার আম সংগ্রহ ও বাজারজাতকরণ কার্যক্রম। জেলা প্রশাসকের কার্যালয়ে আজ (বুধবার) সকাল ১১টায় এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আমচাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সর্বসম্মতিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপে বাজারে উঠবে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোপালখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম। এরপর ২০ মে থেকে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণ করা যাবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, “নির্ধারিত সময়ের আগে কোনো আম সংগ্রহ বা বাজারজাত করা যাবে না। প্রতিটি জাতের আম ধাপে ধাপে পরিপক্ব হয়, সেজন্য সময়সূচি মেনে আম সংগ্রহ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও জানান, চলতি বছর সাতক্ষীরা থেকে ৭০ মেট্রিক টন আম বিদেশে রফতানি করার আশা করছে কৃষি বিভাগ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পালসহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং আম ব্যবসায়ীরা।
১১৬ বার পড়া হয়েছে