মালয়েশিয়ায় জাল পারমিট বিক্রির অভিযোগে বাংলাদেশি আটক

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের কাছে জাল ওয়ার্ক পারমিট বিক্রির অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল এলাকায় সোমবার চালানো এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিরেক্টর-জেনারেল দাতুক জাকারিয়া শাবান জানান, আটক বাংলাদেশিকে একটি জাল পারমিট সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে দুইজন বাংলাদেশ ও ভারতীয় এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের বয়স ২৩ থেকে ৪৮ বছরের মধ্যে। তাদের মধ্যে দুইজনের বৈধ কর্মসংস্থান পাস ছিল এবং একজন ইন্দোনেশীয় নাগরিকের কোনো বৈধ পাস ছিল না।
জানা গেছে, সিন্ডিকেটটি গত এক বছর ধরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের নামে প্রতারণা করে আসছিল। প্রতিটি পারমিট নবায়নের জন্য তারা ১,০০০ থেকে ২,০০০ রিঙ্গিত পর্যন্ত আদায় করত।
অভিযানে ৪৮টি বাংলাদেশি পাসপোর্ট, দুটি ভারতীয় পাসপোর্ট এবং ২,৪০০ রিঙ্গিত নগদ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্ত চলছে।
এছাড়া, ব্যবসায়িক লাইসেন্স লঙ্ঘনের বিষয়েও কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১১৩ বার পড়া হয়েছে