পাকিস্তানে সামরিক অভিযান চালানোর ‘গোয়েন্দা তথ্য’ আছে : আতাউল্লাহ

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৪:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে বলে ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য’ পাওয়ার দাবি করেছে পাকিস্তান।
মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
তিনি বলেন, “কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলার ভিত্তিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন ও সাজানো অভিযোগ তুলছে। এই অজুহাতেই তারা এখন সামরিক পদক্ষেপ নিতে চায়।”
গত সপ্তাহে কাশ্মীরের পর্যটন কেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা পুরোপুরি অস্বীকার করেছে।
ভারতের প্রতিক্রিয়া হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাতে সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেন অভিযান পরিচালনার ক্ষেত্রে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তিন বাহিনীর প্রধানরা।
এদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী ভারতের আচরণকে ‘বেপরোয়া’ ও ‘অযৌক্তিক’ উল্লেখ করে বলেন, “এই অঞ্চলে ভারতের বিচারক ও শাস্তিদাতার ভূমিকা পাকিস্তান তীব্রভাবে প্রত্যাখ্যান করছে।”
আতাউল্লাহ তারার বলেন, “পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের শিকার এবং এই অভিশাপের ব্যথা আমরা জানি। আমরা সব সময় সন্ত্রাসবাদ ও এর সব রূপের বিরোধিতা করে এসেছি।”
তিনি বলেন, পাকিস্তান চায়, ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হোক, এবং এজন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। তবে ভারতের পক্ষ থেকে এই প্রস্তাবে ইতিবাচক সাড়া না দিয়ে উল্টো সামরিক উত্তেজনা বৃদ্ধির পথ বেছে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
“ভারতের সম্ভাব্য সামরিক পদক্ষেপের জবাব পাকিস্তান দৃঢ়ভাবে দেবে,” বলেন তথ্যমন্ত্রী, “আমরা আমাদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।”
আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে তিনি আরও বলেন, “উত্তেজনা বৃদ্ধির জন্য দায়ভার সম্পূর্ণভাবে ভারতের ওপরই বর্তাবে, এবং এর পরিণতি শুধু এই অঞ্চল নয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে।”
১১৫ বার পড়া হয়েছে