সর্বশেষ

জাতীয়

প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগ রাজনৈতিক সমর্থন ছাড়া ‘নিষ্ফল’ হবে: সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৬:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নানা উদ্যোগ নিলেও রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া তা ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার নির্বাচন ভবনে আয়োজিত এক সেমিনারে সিইসি বলেন, “আমাদের সব প্রস্তুতি ও প্রয়াস রাজনৈতিক সমর্থন ছাড়া বিফলে যেতে পারে।”

প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে ‘পোস্টাল ব্যালট’, ‘অনলাইন ভোটিং’ ও ‘প্রক্সি ভোটিং’—এই তিনটি বিকল্প পদ্ধতি বিবেচনায় নিচ্ছে ইসি। তিনি বলেন, “আমরা অন্তত একটি পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাত্রা শুরু করতে চাই।”

নির্বাচন কমিশন ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতায় একাধিক কর্মশালা ও গবেষণামূলক কার্যক্রম সম্পন্ন করেছে। তিনটি প্রতিষ্ঠানের দেয়া প্রতিবেদনের আলোকে গঠন করা হয়েছে একটি প্রযুক্তি উপদেষ্টা কমিটিও।

সেমিনারে সিইসি বলেন, “আমরা চাই এই উদ্যোগ সবার পরামর্শ নিয়ে বাস্তবায়ন করতে। তবে দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।”

সেমিনারে ২১টি নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, কারিগরি বিশেষজ্ঞ, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, এলডিপি, সিপিবি, জেএসডি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলনসহ অন্যান্য দলের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।

সিইসি জানান, বর্তমান ইসি ও প্রধান উপদেষ্টা প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। “দেশ ও বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার,” বলেন তিনি।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন