সর্বশেষ

সারাদেশ

জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় ১১৬তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় লালদীঘি ময়দানে শুরু হওয়া প্রতিযোগিতার ফাইনালে রাশেদ বলীকে পরাজিত করে বিজয়ীর মুকুট পরেন তিনি।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা দেড় শতাধিক বলীর অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এবারের আসর। প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় ফাইনাল। সেখানে বাঘা শরীফ বলী কুমিল্লারই আরেক প্রতিযোগী রাশেদ বলীকে হারিয়ে জয়ী হন।

প্রতিযোগিতা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। প্রায় সোয়া দুই ঘণ্টা ধরে চলা এই বলী খেলায় উৎসবের আমেজে মুখরিত ছিল পুরো লালদীঘি এলাকা।

চ্যাম্পিয়ন বলীর হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, “শত বছরের এই বলী খেলার ঐতিহ্য আজ শুধু চট্টগ্রামের নয়, এটি এখন সমগ্র জাতির গর্ব। আমরা এই সংস্কৃতিকে লালন করে যাব।”

চ্যাম্পিয়ন হওয়ার পর বাঘা শরীফ বলেন, “এই বিজয়ে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর রহমতে সামনের আসরেও অংশ নিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

তবে রানার্সআপ রাশেদ বলী তার হার মেনে নিতে পারেননি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, “আমাকে কেউ মাটিতে ফেলেনি, তাহলে আমি কিভাবে হেরে গেলাম?”

বলী খেলা পরিচালনা করেন হাফিজ উদ্দিন, জাহাঙ্গীর আলম ও আলী হোসেন রাজু। এবারের আসরে সবচেয়ে বয়স্ক প্রতিযোগী ছিলেন হাটহাজারীর ৭৭ বছর বয়সী মফিজ বলী, যিনি ১৯৬৭ সাল থেকে এই খেলায় অংশ নিয়ে আসছেন। অন্যদিকে, সবচেয়ে কনিষ্ঠ বলী ছিলেন মাত্র ২২ বছর বয়সী সুমন বলী, যিনি মহেশখালী থেকে এসেছেন।

উল্লেখ্য, ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক আবদুল জব্বার সওদাগরের প্রবর্তিত এই ঐতিহাসিক বলী খেলার সূচনা হয় ১৯০৯ সালে। তারই ধারাবাহিকতায় প্রতিবছর বৈশাখ মাসে লালদীঘী ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন