সর্বশেষ

আন্তর্জাতিক

কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলা: অন্তত ২০ জন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে মঙ্গলবার ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এবং বিবিসি উভয়ই ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। এতে আরও অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, পহেলগামের বৈসারন উপত্যকায় হঠাৎ তিনজন সশস্ত্র হামলাকারী পর্যটকদের ওপর গুলি চালায়। ভারত সরকার হামলাকারীদের 'সন্দেহভাজন জঙ্গি' বলে অভিহিত করেছে। হামলার পর পুরো এলাকায় সেনা তল্লাশি জোরদার করা হয়েছে এবং আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি ভিত্তিতে শ্রীনগর রওনা হয়েছেন। সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি ফোনে কথা বলেন এবং পরিস্থিতির বিস্তারিত জানান। দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে গোয়েন্দা প্রধান, স্বরাষ্ট্রসচিব ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।

‘কাশ্মীর রেসিস্ট্যান্স’-এর দায় স্বীকার
রয়টার্সের খবরে বলা হয়েছে, হামলার দায় স্বীকার করেছে ‘কাশ্মীর রেসিস্ট্যান্স’ নামে একটি সশস্ত্র গোষ্ঠী। গোষ্ঠীটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব নেয়, যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পর্যটন খাতে বড় ধাক্কা
দীর্ঘদিন পর পর্যটকদের লক্ষ্য করে এমন প্রাণঘাতী হামলা জম্মু-কাশ্মীরের পর্যটনশিল্পের ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পহেলগাম রিসোর্টের পরিবেশ নিরিবিলি এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা হওয়ায় এটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। সেখানে পৌঁছাতে হয় পায়ে হেঁটে কিংবা ঘোড়ায় চড়ে।

গত বছর মে মাসে পহেলগামে দুই পর্যটক আহত হওয়ার একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও, সাম্প্রতিক হামলাটি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে। পর্যবেক্ষকদের মতে, সশস্ত্র গোষ্ঠীগুলো সম্ভবত এখন তাদের কৌশল পরিবর্তন করেছে এবং নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বেসামরিকদের ওপর হামলা চালানো শুরু করেছে।

রাজনৈতিক অস্থিরতার শঙ্কা
বিধানসভা নির্বাচনের পর জম্মু-কাশ্মীরে কিছুটা স্থিতিশীলতা ফিরে এলেও, মঙ্গলবারের এই হামলা ফের অস্থিরতা বাড়াতে পারে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি কাশ্মীরে উন্নয়ন ও শান্তির বার্তা প্রচার করছিল। তবে এই ঘটনা সেই প্রচেষ্টার ওপর বড় প্রশ্নচিহ্ন টানল।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন