সর্বশেষ

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচন নিয়ে সারা বিশ্বে আগ্রহ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোকস্তব্ধ ক্যাথলিক বিশ্ব এখন নতুন ধর্মগুরুর অপেক্ষায়। শতাব্দী প্রাচীন প্রথা অনুসরণ করে খুব শিগগিরই শুরু হবে ‘কনক্লেভ’—নতুন পোপ নির্বাচনের একান্ত ও গোপনীয় প্রক্রিয়া।

নির্বাচনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের ৮০ বছরের কম বয়সী কার্ডিনালরা। তাঁদের গন্তব্য ইতোমধ্যে ঠিক—ভ্যাটিকান সিটির বিখ্যাত সিস্টিন চ্যাপেল। যদিও নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়ে গেছে।

কে হবেন বিশ্বের ১২৯ কোটিরও বেশি রোমান ক্যাথলিক অনুসারীর ধর্মীয় নেতা—তা নিয়ে চলছে জোর আলোচনা ও জল্পনা। যদিও এই প্রক্রিয়ায় ভবিষ্যদ্বাণী কঠিন, তবুও বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। নিচে তুলে ধরা হলো তাঁদের সংক্ষিপ্ত পরিচয়—


১. জঁ-মার্ক অ্যাভেলিন (ফ্রান্স)
মার্সেইয়ের আর্চবিশপ অ্যাভেলিনের বয়স ৬৬। সহজ-সরল স্বভাব, হাস্যরস এবং সংস্কারপন্থী ভাবনার কারণে অনেকের কাছে পোপ ফ্রান্সিসের যোগ্য উত্তরসূরি বলে বিবেচিত। ধর্মতত্ত্বে পিএইচডি করা এই ফরাসি ধর্মগুরু দর্শনের ছাত্র ছিলেন।

২. লুইস আন্তোনিও ট্যাগল (ফিলিপাইন)
৬৭ বছর বয়সী ট্যাগল এক সময় ‘পরবর্তী পোপ’ হিসেবে ব্যাপকভাবে আলোচিত ছিলেন। পোপ ফ্রান্সিসের উদার নীতির ঘনিষ্ঠ অনুসারী হলেও সাম্প্রতিক সময়ে তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েছে।

৩. পিটার এরদো (হাঙ্গেরি)
২০১৩ সালের কনক্লেভে ফ্রান্সিসের প্রতিদ্বন্দ্বী ছিলেন এরদো। ৭২ বছর বয়সী এই কার্ডিনাল রক্ষণশীল হলেও আধুনিক সময়ের প্রেক্ষাপটে তিনি উদারতার সঙ্গে তাল মেলাতে জানেন।

৪. মারিও গ্রেচ (মাল্টা)
পোপ ফ্রান্সিসের অধীনে সিনডের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬৮ বছর বয়সী এই ধর্মগুরু সংস্কারমুখী মনোভাবের জন্য পরিচিত।

৫. হুয়ান হোসে ওমেলা (স্পেন)
সামাজিক ন্যায়বিচারে বিশ্বাসী বার্সেলোনার এই আর্চবিশপ বিনয়ী ও সাদামাটা জীবনযাপনের জন্য পরিচিত। পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ হিসেবেই তিনি পরিচিত।

৬. পিয়েত্রো প্যারোলিন (ইতালি)
ভ্যাটিকানের দীর্ঘদিনের পররাষ্ট্র সচিব প্যারোলিনকে অনেকেই ‘ডেপুটি পোপ’ নামে চেনেন। ৭০ বছর বয়সী এই কূটনীতিকের যাজকীয় অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম হলেও তাঁর ভাষাজ্ঞান এবং অভিজ্ঞতা তাঁকে প্রতিদ্বন্দ্বী হিসেবে শক্তিশালী করে তুলেছে।

৭. জোসেফ টোবিন (যুক্তরাষ্ট্র)
৭২ বছর বয়সী এই আমেরিকান আর্চবিশপ একধরনের বিস্ময়প্রার্থী হতে পারেন। যদিও যুক্তরাষ্ট্র থেকে এখনো কোনো পোপ নির্বাচিত হয়নি, তবে ফ্রান্সিসের আমলে তিনি গুরুত্ব পেয়েছেন।

৮. পিটার টার্কসন (ঘানা)
সাব-সাহারা আফ্রিকা থেকে পোপ হওয়ার সম্ভাব্য প্রথম প্রার্থী। ৭৬ বছর বয়সী এই কার্ডিনাল বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং যোগাযোগে দক্ষ।

৯. মাত্তেও মারিয়া জুপ্পি (ইতালি)
৬৯ বছর বয়সী এই ইতালীয় আর্চবিশপকে বলা হয় ‘ইতালির বারগোগ্লিও’, প্রয়াত পোপ ফ্রান্সিসের আসল নাম অনুসরণে। ইতালি থেকে ১৯৭৮ সালের পর আর কোনো পোপ হননি, এবার সে সুযোগ ফিরতে পারে।


বিশ্বব্যাপী ক্যাথলিকদের দৃষ্টি এখন ভ্যাটিকান সিটির দিকে। কে হবেন নতুন পোপ, তা জানতে অপেক্ষা করতে হবে আর কিছুদিন। তবে একথা নিশ্চিত—যিনিই নির্বাচিত হোন, তাঁকে নেতৃত্ব দিতে হবে এক অস্থির ও পরিবর্তনশীল বিশ্বের বৃহত্তম ধর্মীয় সম্প্রদায়কে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন