কর্ণফুলী নদীতে জাহাজে ওঠার সময় পড়ে গিয়ে নিখোঁজ নাবিক

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৫:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন দুলাল মিয়া (৩৫) নামে এক ফিশ মাস্টার।
শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ১ নম্বর জেটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি এফভি পারটেক্স-১ নামের একটি মাছ ধরার জাহাজে কর্মরত ছিলেন।
নিখোঁজ দুলাল মিয়ার বাড়ি নোয়াখালী জেলার চরজব্বার থানার আবদুর রবের বাড়িতে। দুর্ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌ-পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।
ঘটনার বিষয়ে জাহাজটির ম্যানেজার মো. সেলিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোমবার (২১ এপ্রিল)।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় অসাবধানতাবশত দুলাল মিয়া দুই জাহাজের ফাঁকে পড়ে কর্ণফুলী নদীতে তলিয়ে যান। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল অভিযান শুরু করে, যা রোববার বিকেল পর্যন্ত অব্যাহত ছিল।
এখনো পর্যন্ত দুলাল মিয়ার সন্ধান না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তার সহকর্মী ও স্বজনরা। উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৩০ বার পড়া হয়েছে