বাণিজ্যযুদ্ধ: চীনের জন্য তৈরি বোয়িং উড়োজাহাজ ফিরল যুক্তরাষ্ট্রে

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চীনের আকাশসেবা সংস্থা জিয়ামিনএয়ারের জন্য প্রস্তুতকৃত একটি নতুন বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ বাণিজ্যিক বিরোধের কারণে অবশেষে যুক্তরাষ্ট্রেই ফিরে এসেছে।
গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১১ মিনিটে উড়োজাহাজটি সিয়াটলের বোয়িং অবতরণ কেন্দ্রে অবতরণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উড়োজাহাজটির গায়ে এখনও চীনা কোম্পানি জিয়ামিনএয়ারের লোগো ও নাম বিদ্যমান। চীনে সরবরাহের জন্য বোয়িংয়ের ঝৌশান কারখানায় প্রস্তুত হচ্ছিল যাত্রীবাহী এই উড়োজাহাজটি। তবে যুক্তরাষ্ট্র-চীনের চলমান বাণিজ্যযুদ্ধ ও শুল্কবৃদ্ধির কারণে সেটির সরবরাহ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
প্রায় ৮ হাজার কিলোমিটার দীর্ঘ ফিরতি যাত্রায় উড়োজাহাজটি গুয়াম ও হাওয়াইয়ে থেমে জ্বালানি নেয়। বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের প্রতিটি উড়োজাহাজের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৫০ লাখ ডলার। ট্রাম্প প্রশাসনের চলমান বাণিজ্য নীতির অংশ হিসেবে চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে। এর প্রভাব পড়েছে উড়োজাহাজ শিল্পেও।
আইবিএ নামক উড়োজাহাজ খাতসংক্রান্ত পরামর্শদাতা সংস্থা জানিয়েছে, এই উচ্চ শুল্ক চীনা এয়ারলাইনগুলোর জন্য বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে, যা তাদের পক্ষে নতুন উড়োজাহাজ গ্রহণ প্রায় অসম্ভব করে তুলছে।
তবে বোয়িং কিংবা জিয়ামিনএয়ার কেউই উড়োজাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। শিল্প বিশ্লেষকেরা বলছেন, শুল্ক নীতির এই অনিশ্চয়তা উড়োজাহাজ সরবরাহের গতি থমকে দিতে পারে এবং অনেক এয়ারলাইন শুল্ক এড়াতে অর্ডার স্থগিত করার পথ বেছে নিচ্ছে।
উড়োজাহাজ শিল্প যে এক সময় শুল্কমুক্ত সুবিধা উপভোগ করত, বর্তমান পরিস্থিতি সেই চিত্র পাল্টে দিয়েছে। নতুন বাস্তবতায় সরবরাহ শৃঙ্খল ও বাণিজ্যিক চুক্তিগুলো নতুন করে ভাবার সময় এসেছে—বলছেন বিশ্লেষকেরা।
১৪২ বার পড়া হয়েছে