সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
শিক্ষা

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি, আজ দেশব্যাপী মহাসমাবেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রোববার রাজধানীসহ দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে মহাসমাবেশের আয়োজন করেছে ‘কারিগরি ছাত্র আন্দোলন’ নামের সংগঠন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এ সংগঠন দাবি আদায়ের পাশাপাশি সম্প্রতি কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদও জানাবে।

শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ ব্যানারে আয়োজিত মানববন্ধন শেষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের পক্ষে মুখপাত্র জোবায়ের পাটোয়ারী। তিনি জানান, শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পরিচালিত হবে এবং জনদুর্ভোগ যেন না হয়, সে বিষয়েও শিক্ষার্থীরা সতর্ক থাকবে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে কুমিল্লার ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

জোবায়ের পাটোয়ারী বলেন, “আমরা আলোচনায় বসতে প্রস্তুত, যদি কর্তৃপক্ষ দ্রুত দাবি মেনে নেয়। তবে কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই আমরা।”

এর আগে গত বুধবার ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। শুক্রবার পালন করা হয় ‘কাফন মিছিল’ কর্মসূচি।

ছয় দফা দাবি সংক্ষেপে: ১. হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।
২. পদবি পরিবর্তন এবং মামলায় জড়িতদের চাকরিচ্যুতি।
৩. ২০২১ সালের নিয়োগ বাতিল করে সংশোধিত নিয়োগবিধি প্রণয়ন।
৪. ডিপ্লোমা কোর্সে বয়সসীমা নির্ধারণসহ মানসম্পন্ন কারিকুলাম চালু।
৫. কোর্সটি ধাপে ধাপে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনা।
৬. চার বছর মেয়াদি ডিপ্লোমাধারীদের জন্য দশম গ্রেডে পদ সংরক্ষণ এবং নিম্নপদে নিয়োগের বিরোধিতায় আইনানুগ ব্যবস্থা।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে, তবে সবসময় শান্তিপূর্ণ উপায়ে।

২৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন