সর্বশেষ

শিক্ষা

কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন: রোববার মহাসমাবেশের ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৮:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছয় দফা দাবি আদায়ে দেশব্যাপী আন্দোলন জোরদার করেছেন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ‘রাইজ ইন রেড’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালন শেষে আগামী রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এই কর্মসূচি থেকে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, "আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে।"

কুমিল্লার কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর ‘হামলার’ অভিযোগ এনে এর প্রতিবাদে শনিবার দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। ঢাকা পলিটেকনিকের মানববন্ধনে তারা ‘রক্তে আগুন লেগেছে’, ‘কুমিল্লায় হামলা কেন, জবাব চাই’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’ ইত্যাদি স্লোগানে উত্তাল করে তোলেন রাজপথ।

আন্দোলনের অংশ হিসেবে গত শুক্রবার মাথায় কাফনের কাপড় বেঁধে রাজধানীতে গণমিছিল করেন শিক্ষার্থীরা। এরপর এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে জোবায়ের পাটোয়ারী বলেন, "কুমিল্লার ঘটনায় দোষীদের বিচার ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছয় দফা দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে হবে।"

কারিগরি ছাত্র আন্দোলনের আরেক প্রতিনিধি, মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “এই সরকার আমাদের, শিক্ষার্থীদের সরকার। আমরা চাই, কারিগরি শিক্ষা খাতে বিদ্যমান বৈষম্য দূর করে একটি সমতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হোক। সরকারের প্রয়োজনে আমরা পাশে থাকতে প্রস্তুত।”

এর আগে বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীরা মশাল মিছিল করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

১৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন