সর্বশেষ

সারাদেশ

যশোরে ‘বেতনা এক্সপ্রেস’ লাইনচ্যুত, এক ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

যশোর প্রতিনিধি
যশোর প্রতিনিধি

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোর রেলওয়ে জংশনে মোংলাগামী কমিউটার ট্রেন ‘বেতনা এক্সপ্রেস’-এর একটি কোচ লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা ট্রেনটি যশোর জংশনে প্রবেশের সময় ট্রেনটির শেষ কোচটি লাইনচ্যুত হয়। এ সময় সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।

ঘটনার পরপরই উদ্ধারকারী দল দ্রুত কাজ শুরু করে। যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, লাইনচ্যুত কোচটি বিচ্ছিন্ন করে বাকি অংশ পুনরায় চলাচলের উপযোগী করা হয়। পরে ট্রেনটি সাড়ে ১১টার দিকে মোংলার উদ্দেশে যাত্রা শুরু করে।

তিনি আরও জানান, বিকল্প লাইন থাকায় দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হয়েছে। তবে হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীরা ভোগান্তির মুখে পড়েন।

রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন