সর্বশেষ

সারাদেশ

বাংলাদেশ-ভারত ট্রানজিট সুবিধা বাতিল, বেনাপোল বন্দরে আটকে ট্রাক

শেখ ফারহান সাদাফ, বেনাপোল 
শেখ ফারহান সাদাফ, বেনাপোল 

বৃহস্পতিবার , ১০ এপ্রিল, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের রফতানিকারকদের জন্য ভারতের ভূখন্ড ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানোর ট্রানজিট সুবিধা বাতিল করেছে ভারত।

গত ৮ এপ্রিল, মঙ্গলবার ভারতের কাস্টমস কর্তৃপক্ষ একটি সার্কুলার জারি করে, যার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে দ্রুত ও কম খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়।

ভারতের অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর হয়, যার ফলে এখন থেকে বেনাপোল বন্দর দিয়ে পণ্য পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে পারছে না।

এতে বেনাপোল বন্দর থেকে ৪টি রফতানি পণ্য বোঝাই ট্রাক ঢাকায় ফেরত চলে গেছে। আজ, ঢাকার ডিএসভি এয়ার এন্ড সি লিঃ প্রতিষ্ঠানের রফতানি ট্রাকগুলি, যেগুলি যথাক্রমে যশোর ট ১১-১৮০২, ঢাকা মেট্রো ট ১১-৯২২১, ঢাকা মেট্রো ট ২০-৪৪৬০, ঢাকা মেট্রো ট ২০-১৩১২ ছিল, সেগুলিও ফেরত চলে যায়।

এছাড়া, একটি (ঢাকা মেট্রো-ট ২০-৯০০৫) ট্রাক এখনও বেনাপোল বন্দরে আটকা পড়ে আছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এই ট্রানজিট সুবিধা বাতিল হওয়ার পর থেকে ৪টি রফতানি ট্রাক বেনাপোল থেকে ফেরত গেছে, যা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটি বড় বাধা সৃষ্টি করেছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, ভারতের ট্রানজিট সুবিধা বাতিলের কারণে পেট্রাপোল কাস্টমস থার্ডকান্ট্রির পণ্য কার্পাস (ডকুমেন্ট) ইস্যু করতে পারছে না। তবে, বাংলাদেশ থেকে ভারতে সকল প্রকার রপ্তানি বাহি ট্রাকের চলাচল স্বাভাবিক রয়েছে।

এই পরিস্থিতিতে বাংলাদেশের ব্যবসায়ীরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, এবং এই সমস্যার দ্রুত সমাধান চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন