সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে শুরু হয়েছে সাংগ্ৰাই ক্রিকেট টুর্নামেন্ট

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে শুরু হলো ২০২৫ সালের সাংগ্রাই ক্রিকেট টুর্নামেন্ট।

আজ, রবিবার (১৬ মার্চ) বিকালে ঐতিহ্যবাহী রাজার মাঠে উৎসব উদ্‌যাপন পরিষদের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ, উৎসব উদ্‌যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নিনিপ্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাংস্কৃতিক সম্পাদক একিনু, সহ-সাংস্কৃতিক সম্পাদক মামংসিং, সাধারণ সম্পাদক উক্যসিং, টুর্নামেন্ট আহ্বায়ক মং মং সি, মিডিয়া আহ্বায়ক কি কি উ মারমা, মংচিংপ্রু নজি, আজহারুল ইসলাম বাবুল, সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক থুই সিংপ্রু লুবু এবং উৎসব উদ্‌যাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনুমং, সভাপতি, উৎসব উদ্‌যাপন পরিষদ, বান্দরবান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও।


এই টুর্নামেন্টে বান্দরবান জেলা সদর থেকে ২২টি ক্রিকেট দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে জাদিতং যুব সংঘ এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। ১৩০ রানে জয়লাভ করে জাদিতং যুব সংঘ।

এটি একটি মাসব্যাপী টুর্নামেন্ট, যার চূড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৩০ মার্চ।

২৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন