নতুন ছাত্র সংগঠনের কমিটিতে রিফাত রশীদ নেই

বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন ছাত্র সংগঠনের কমিটিতে রিফাত রশীদ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি পদত্যাগ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে একটি নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ আত্মপ্রকাশ করেছে। এই সংগঠনের আত্মপ্রকাশের ঘটনাকে কেন্দ্র করে বুধবারের ঘটনার পেছনের সত্যতা উদ্ঘাটনের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই তথ্য বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন নতুন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, "গঠিত তদন্ত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন তাহমীদ আল মুদাসসির চৌধুরী, তৌহিদ সিয়াম ও নাঈম। এই তিন সদস্য সাত কর্ম দিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবেন। তদন্তে জড়িতদের বিরুদ্ধে শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এছাড়া, সংগঠনের কমিটিতে রিফাত রশীদ উপস্থিত নেই বলে জানানো হয়, যিনি কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়েছে। এই কমিটির বেশিরভাগ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে দেশব্যাপী সংগঠনের কমিটি ঘোষণা করারও পরিকল্পনা রয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
১৯৮ বার পড়া হয়েছে