সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
শিক্ষা

এইচএসসির ফরম পূরণ ২ থেকে ১৭ মার্চ পর্যন্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছরের ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের কাজ আগামী ২ মার্চ থেকে শুরু হবে, যা চলবে ১৭ মার্চ পর্যন্ত।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২,৭৮৫ টাকা, যার মধ্যে চতুর্থ বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি হবে ২,২২৫ টাকা। তবে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের যদি চতুর্থ বিষয় অথবা নৈবাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকে, তবে তাদের অতিরিক্ত ১৪০ টাকা ফি প্রদান করতে হবে।

আজ রোববার, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান। তিনি আরও বলেন, "ফরম পূরণের কাজ আগামী ২ মার্চ থেকে শুরু হবে এবং ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিলম্ব ফি ছাড়া আগামী ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।"

অধ্যাপক কামাল উদ্দিন হায়দার আরো জানান, ১০০ টাকা বিলম্ব ফিসহ আগামী ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ থাকবে এবং এর মধ্যে ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ পর্যন্ত।

এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা ২৬ জুন থেকে শুরু হবে, যা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। এরপর ১১ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা হবে এবং সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা নেওয়া হবে।

ফরম পূরণের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, শুধুমাত্র বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এইচএসসি ফরম পূরণ করতে পারবেন। তবে, যদি কোনো পরীক্ষার্থী তার নিয়ন্ত্রণবহির্ভূত কারণে নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারে অথবা নির্বাচনি পরীক্ষায় অনুত্তীর্ণ হয়, তাহলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর অভিভাবকের লিখিত আবেদন এবং প্রাক নির্বাচনি পরীক্ষার সন্তোষজনক ফলের ভিত্তিতে ফরম পূরণ করা যাবে।

আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলো নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এবং ১ মার্চ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা থেকেই শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট আয়োজন করতে পারবে, তবে তা বাধ্যতামূলক নয় এবং এতে অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

৪১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন