সর্বশেষ

জাতীয়

ঢাকায় আজকের দাবি: বাতিল হওয়া শিক্ষক প্রার্থীদের সমাবেশ শাহবাগে 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাইকোর্টের রায়ের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা রোববার (১৬ ফেব্রুয়ারি) শাহবাগে সমাবেশ করছেন।

সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তারা একত্রিত হয়ে নিজেদের দাবি তুলে ধরেন। সকাল থেকেই প্রার্থীরা সমাবেশে উপস্থিত হয়ে দ্রুত নিয়োগের দাবি জানান।

মহাসমাবেশে অংশগ্রহণকারী ফয়সাল আহমেদ জানান, "এখন আমাদের মহাসমাবেশ চলছে। দুপুরের পর সম্মিলিতভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।"

লক্ষ্মীপুর থেকে আসা রাশেদ শাহরিয়ার বলেন, "৬ ফেব্রুয়ারি আদালত আমাদের নিয়োগ বাতিল করেছে। এর পর থেকে আমরা বিভিন্ন আন্দোলন ও সমাবেশ করেছি, তবে সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আমরা এখানে কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের নিয়োগ পুনর্বহাল করা হবে বলে কোনো আশ্বাস পাওয়া যায়নি। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিলও করেনি। তাই আজকের এই সমাবেশে আমরা একত্রিত হয়েছি।"

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন