সর্বশেষ

জাতীয়

মহার্ঘ ভাতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন, যেখানে দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

ড. সালেহউদ্দিন বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর সব শর্ত পালন করা হয় না, যার ফলে অনেক সময় বলা হয় বাংলাদেশ আইএমএফের শর্ত পূরণ করতে পারেনি। তবে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি, কারণ সরকারকে আয়-ব্যয়ের সমন্বয় করতে হয়।

তিনি জানান, শিক্ষকদের অনেক দাবি রয়েছে এবং সরকার তাদের জন্য আগামী বাজেটে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে ভাবছে।

রেমিট্যান্সের বিষয়েও তিনি মন্তব্য করেন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে যারা অবৈধভাবে কাজ করছেন, তাদের নিয়ে সরকার চিন্তা করছে। তিনি আরও বলেন, হুন্ডি মাধ্যমে রেমিট্যান্স পাঠালে তা সরকারের রিজার্ভে যোগ হয় না, যা এক ধরনের নেতিবাচক দিক। বর্তমানে অধিকাংশ প্রবাসী কর্মী অদক্ষ হলেও ভারত ও শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশগুলোতে প্রবাসী কর্মীরা বেশি দক্ষ। তাই বাংলাদেশে এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর গুরুত্ব দেওয়া হবে।

অর্থনৈতিক উন্নয়ন নিয়ে তিনি বলেন, যারা অভিযোগ করেন কিছুই হচ্ছে না, তাদের বক্তব্য ঠিক নয়। কিছুটা হলেও কাজ হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে নানা চ্যালেঞ্জ রয়েছে এবং আমাদের কিছু ভুল-ত্রুটি হতে পারে। যদিও আমরা বড় বড় ক্ষেত্রে সংস্কার করতে না পারলেও পরবর্তী রাজনৈতিক সরকারগুলোর উচিত আরও সক্রিয়ভাবে এগিয়ে আসা।

তিনি শেষাংশে বলেন, বাংলাদেশকে একটি কল্যাণভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে, যা রাজনৈতিক সরকারের দায়িত্ব।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন