সর্বশেষ

জাতীয়

জামিনের পর আজ মুক্তি পেলেন বিডিআরের ১৭৮ জন সদস্য 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ ৬:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এরই মধ্যে বেশ কয়েকজন পিলখানা ট্রাজেডির ঘটনায় কারামুক্ত হয়ে বের হলেও বাকী থেকে যায় বেশিরভাগ। 

গত সোমবার ১৬ বছর আগে পিলখানা ট্রাজেডির পর বিস্ফোরক মামলার আসামিদের জামিন দেয় আদালত।

এরই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ১৭৮ জন কারামুক্ত হলেন। 

সকাল থেকেই কেরানীগঞ্জ কারাগারের সামনে স্বজনদের ভিড় দেখা গেছে । 

বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ফৌজদারি মামলা করা হয়। এর একটি ছিলো হত্যা মামলা আর অন্যটি বিস্ফোরক আইনের মামলা।
 

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বিজিবি) বিদ্রোহী জওয়ানরা সংস্থাটির সদর দফতর রাজধানীর পিলখানায় নারকীয় তাণ্ডব চালায়। তাদের হাতে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ ব্যক্তি।

দীর্ঘ ১৬ বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিভিন্ন কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট ৪১, কাশিমপুর-১ থেকে ২৬, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১২ জনসহ মোট ১৬৮ জনকে মুক্তি দেয়া হয়।

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন