শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হবে, সেটি কার্যকর করা হবে : উপদেষ্টা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ১:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল সোমবার যে রায় দেবে, সেটি কার্যকর করা হবে।
এজন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি কুয়াকাটা থেকে বরিশালে পৌঁছান।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণ নির্বাচনের পক্ষে অবস্থান নিলে তা কোনো শক্তিই বাধাগ্রস্ত করতে পারবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলেও তিনি মন্তব্য করেন।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে বিএম কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এমন ঘটনা পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০৪ বার পড়া হয়েছে