আবরার ফাহাদকে উৎসর্গ করে নতুন গান আনছেন প্রিন্স মাহমুদ
সোমবার, ১০ নভেম্বর, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের জনপ্রিয় গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ আবারও আলোচনায়।
একুশ ও বায়ান্নর ইতিহাস, মাতৃভূমির প্রেম, উৎসব-আনন্দ, প্রেম-বিরহ, সামাজিক প্রতিবাদ- বহু বিষয় নিয়ে গান সৃষ্টির মধ্য দিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি সংগীতভুবনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। এবার তিনি ঘোষণা দিয়েছেন প্রয়াত তরুণ আবরার ফাহাদকে উৎসর্গ করে একটি নতুন গান প্রকাশের।
সামাজিক মাধ্যমে প্রিন্স মাহমুদ লিখেছেন, আবরার ফাহাদকে নিয়ে একটা গান করেছি। এটি আমার সেরা গানের একটি হতে যাচ্ছে। প্রতিটি লাইন সবার প্রিয় হবে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনেক বড় আয়োজনে আসছি।
এই ঘোষণার পর থেকেই ভক্ত ও শ্রোতাদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে। পরবর্তীতে তিনি জানান, এটি কেবল একক গান নয়- বরং একটি বৃহত্তর সংগীত আয়োজনের সূচনা।
প্রিন্স মাহমুদ জানান, তিনি বর্তমানে কাজ করছেন জুলাই বিপ্লবের শহীদ তরুণদের নিয়ে।
তিনি বলেন, বেশ কিছু কমার্শিয়াল কাজ ছেড়ে দিয়েছি শুধু আবরার ফাহাদসহ জুলাই শহীদদের নিয়ে আলাদাভাবে কাজ করব বলে। জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরাম, শাইখ আশহাবুল ইয়ামিনসহ সাতজনকে নিয়ে কাজ করছি আপাতত। তিনি আরও বলেন, এসব গান সংবাদের শিরোনাম হওয়ার জন্য নয়, বরং ব্যক্তিগত দায়বদ্ধতা ও ভালোবাসা থেকে তৈরি করছেন।
আগামী বছর বড় এক সংগীত আয়োজনে প্রিন্স মাহমুদ তুলে ধরতে চান স্বাধীনতার যুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে তৈরি গান।
তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর গণহত্যা ও শহীদদের স্মরণে নতুন করে কয়েকটি গান করছি। ২৫ মার্চের কালরাতে শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ২০০৪–০৫ সালে পাঁচটি গান করেছিলাম, এবার সেগুলো নতুন সাউন্ডে আবারও করছি।
এসব গান, তাঁর আশা অনুযায়ী, শ্রোতাদের মনে দেশপ্রেম ও মানবতার বোধ জাগিয়ে তুলবে।
‘আবরার ফাহাদ’ গানটি এককভাবে প্রকাশের পর ধীরে ধীরে বীর শহীদদের নিয়ে লেখা সব গান একত্রে অ্যালবাম বা প্লেলিস্ট আকারে প্রকাশ করা হবে। প্রিন্স মাহমুদের ভাষায়-
শৈল্পিক দৃষ্টিকোণ আর জাতির প্রতি দায়বদ্ধতা থেকেই এই আয়োজন। আশা করি গানগুলো দীর্ঘদিন শ্রোতাদের মনে অনুরণিত হবে।
বর্তমানে সিনেমার জন্য গান করা থেকে বিরতি নিয়েছেন এই সুরকার। তিনি জানান, সিনেমার গান এখন আর আমার গান হয়ে ওঠে না। নায়ক-পরিচালকের ভাবনা সেখানে প্রাধান্য পায়। আমি নিজ খেয়ালে কাজ করতে ভালোবাসি। তাই সিনেমার কাজ থেকে দূরে থাকছি।
তবে তিনি উল্লেখ করেছেন, সিনেমায় কাজ করে সম্মান ও ভালোবাসা পেয়েছেন- যেমন তাঁর সর্বশেষ কাজ ছিল ‘জংলি’ সিনেমায়, যেখানে ‘জনম জনম’, ‘মায়াপাখি’, ‘বন্ধু গো শোনো’, ‘যদি আলো আসত’ গানগুলো শ্রোতাদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
১১৬ বার পড়া হয়েছে