কবি বিনয় দেবনাথের জন্মদিনে সাহিত্যিকদের মিলনমেলা

রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৬:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে প্রখ্যাত কবি ও সংস্কৃতিজন বিনয় দেবনাথের জন্মদিন উদযাপন করা হয়েছে।
রোববার বিকেল সাড়ে চারটায় ময়মনসিংহের নতুন বাজারে ন্যাশনাল পাবলিক কলেজ মিলনায়তনে (১৬ কালীশঙ্কর গুহ রোড, লারিভ শোরুম সংলগ্ন) এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কবিকে ঘিরে আয়োজিত আহয় আলোচনা সভা, কবিতা পাঠ, কেক কাটা ও মিষ্টিমুখের পর্ব। ময়মনসিংহের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটি আয়োজন করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ও অনুবাদক আলম মাহবুব। আলোচনা পর্বে বক্তব্য রাখেন প্রফেসর কাবির উল হাসান (সাবেক পরিচালক, এইচএসটিটিআই), এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক, কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমান, বিশিষ্ট ছড়াকার সরকার জসীম, ছড়াকার মোঃ তাছাদ্দুক হোসেন, কবি ও প্রাবন্ধিক আসাদ উল্লাহ, কবি কাজী আলমগীর, সিনিয়র সাংবাদিক ও কবি স্বাধীন চৌধুরী, কবি মোজাহিদুল ইসলাম নাজিম, কবি পঙ্কজ পাল, কবি ও প্রভাষক রোকনজ্জামান জুয়েল, কবি জালাল উদ্দীন আহমেদ, কবি সোমা ঘোষ মনিকা, কবি জুবায়েদ ইবনে সাঈদ, গীতিকার আফসানা আকতার ও চিত্রশিল্পী মোহাম্মদ রাজন প্রমুখ।
অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কবি বিনয় দেবনাথ। বক্তারা বলেন, বিনয় দেবনাথ নিবেদিতপ্রাণ কবি ও সংস্কৃতিসেবী। তিনি প্রবীণ হয়েও তারুণ্যের উদ্দীপনা ধরে রেখে অবিরাম সৃজনশীলতায় নিয়োজিত। তরুণ প্রজন্ম তার জীবন ও কর্ম থেকে প্রেরণা নিতে পারে।
অনুষ্ঠান শেষে কবির সুস্থতা ও দীর্ঘ সৃজনশীল জীবনের জন্য সবাই শুভকামনা জানান।
১৯০ বার পড়া হয়েছে