সর্বশেষ

সারাদেশ

সিইপিজেডের আগুন ১৭ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৫:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় একটি সাততলা কারখানা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রায় ১৭ ঘণ্টার চেষ্টায় শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেড এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুনের সূত্রপাত ঘটে। দুটি প্রতিষ্ঠানই একই ভবনের সাততলায় অবস্থিত। অ্যাডামস কোম্পানিতে তোয়ালে ও ক্যাপ, আর জিহং মেডিক্যালে সার্জিক্যাল গাউন তৈরি হতো।

আগুন প্রথমে সাততলায় লাগলেও দ্রুত তা পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট একযোগে কাজ করে। প্রচণ্ড তাপের কারণে প্রথম দিকে ভবনের কাছে যাওয়া সম্ভব হয়নি, ফলে দূর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ফায়ারকর্মীরা।

রাতভর ভবনের ভেতরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তীব্র তাপে ছাদ ধসে পড়ে এবং ভবনের চারপাশে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। আগুন পাশের একটি তিনতলা ভবনেও ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস।

ভবনে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির দুই প্লাটুন মোতায়েন ছিল। তারা উদ্ধার তৎপরতায় সহায়তা করেছে এবং ভিড় ঠেকাতে কাজ করেছে।

সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানা মালিকপক্ষ নিশ্চিত করেছে, ঘটনার সময় ভেতরে কোনো শ্রমিক ছিলেন না। সবাইকে আগেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন জানান, আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে ভবনের ১০০ মিটারের মধ্যে যাওয়া কঠিন হয়ে পড়ে। তবে নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এ ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন