সর্বশেষ

সারাদেশ

সিইপিজেডে আগুন ছয় ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি, আশপাশের কারখানা ঝুঁকিতে

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড এবং জিহং মেডিক্যাল কোম্পানির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন লাগার পর টানা ছয় ঘণ্টা পার হলেও রাত ৮টা পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে নিচের তলাগুলোতেও। ঘটনার সময় ভবনটিতে প্রায় সাত শতাধিক শ্রমিক-কর্মকর্তা-কর্মচারী কর্মরত ছিলেন। মালিকপক্ষ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৮টি স্টেশনের ২৩টি ইউনিট কাজ করছে। আগুনের ভয়াবহতা বিবেচনায় সেনাবাহিনী ও নৌবাহিনীর বিশেষ ইউনিটও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিয়েছে।

এদিকে ভবনের ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে চরম বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, "ভেতরে দাহ্য বস্তু থাকায় আগুন দমনে জটিলতা তৈরি হয়েছে। তবে আমরা সম্ভাব্য সবদিক থেকে চেষ্টা করছি।"

ঘটনার পরপরই ইপিজেড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তীব্র ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায় এবং আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, আগুনের ভয়াবহতা দেখে আশপাশের আরও কয়েকটি কারখানাও ঝুঁকিতে রয়েছে। ভবনের কাঠামোতেও ফাটল দেখা গেছে বলে জানানো হয়েছে, ফলে ভবন ধসের আশঙ্কাও করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুনের সূত্রপাত ঠিক কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন