শিক্ষা
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।
ফেল করেছেন ৫ লাখের বেশি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।
এতে দেখা গেছে, এবার পাসের হার কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশে, যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
চলতি বছর পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। অন্যদিকে, ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
শিক্ষাবিদরা পাসের হার কমে যাওয়ার এই প্রবণতাকে উদ্বেগজনক হিসেবে দেখছেন। তারা বলছেন, শিক্ষাব্যবস্থায় গুণগত মান এবং শিক্ষার্থীদের প্রস্তুতির মধ্যে ঘাটতির কারণে এমন ফলাফল দেখা দিতে পারে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১০৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর