সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে সংঘর্ষ-ধাওয়ার পর ১৪৪ ধারা জারি

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অষ্টম শ্রেণির এক পাহাড়ি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে খাগড়াছড়ি।

অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ডাকা অবরোধ কর্মসূচির মধ্যে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) শহরের বিভিন্ন এলাকায় পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ২টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।


সংঘর্ষ ও সহিংসতা:
শনিবার দুপুরে সদর উপজেলার স্বনির্ভর, চেঙ্গী স্কোয়ার, নারিকেল বাগান, মহাজনপাড়া, ও উপজেলা পরিষদ এলাকাসহ একাধিক স্থানে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টা ধাওয়ায় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর হয়। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ:
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


প্রশাসনের আদেশ:
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,

“খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮৯৮ সালের দণ্ডবিধির ১৪৪ ধারা অনুসারে জনসমাবেশ, মিছিল, জমায়েত ও যেকোনো ধরনের রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ধর্ষণ মামলা ও অবরোধ:
২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় এক পাহাড়ি স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় চয়ন শীল (১৯) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি বর্তমানে ৫ দিনের রিমান্ডে আছেন। বাকি অজ্ঞাতনামা দুই আসামিকে গ্রেপ্তারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়।

যোগাযোগ বিচ্ছিন্ন:
অবরোধের কারণে খাগড়াছির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে জেলার অভ্যন্তরে দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, রামগড়সহ ৯টি উপজেলার সঙ্গে খাগড়াছি শহরের সড়ক যোগাযোগও বন্ধ হয়ে যায়।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন