সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে পাহাড়ে খেলতে গিয়ে হারিয়ে যাওয়া ৭ শিশু উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের বাঁশখালীতে খেলতে গিয়ে পাহাড়ে পথ হারানো সাত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ডাকভাঙা পাহাড় এলাকা থেকে তাদের উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো—আবরার উদ্দীন ইশরাক (১১), মাহাতাফ মঞ্জুর চৌধুরী (১১), কৃতশিক দাশ স্বপ্নীল (১২), মোহাম্মদ জিনান (১১), মোহাম্মদ বিন মাহমুদ (১১), আকতার (১২) ও মো. সাইদ (১২)। এরা সবাই বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

চট্টগ্রামের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শিশুরা বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসায় অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পুলিশে খবর দেন। এরপর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তারা মিয়ার বাজার থেকে একটি ইজিবাইকে করে উত্তর দিকে যাচ্ছে। ধারণা করা হয়, শিশুরা পাহাড়ি এলাকায় প্রবেশ করেছে।

পরে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে ছয়টি উদ্ধার দল গঠন করা হয়। টানা তল্লাশি চালিয়ে শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে ডাকভাঙা পাহাড় থেকে শিশুগুলোকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। এই ঘটনায় পুলিশ যেমন দায়িত্বশীল ভূমিকা রেখেছে, তেমনি ভবিষ্যতে অভিভাবক ও শিক্ষকদেরও আরও সচেতন হওয়া জরুরি।”

পুলিশের এই তৎপরতার জন্য সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন