সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে অবরোধের মাঝে লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির সিঙ্গিনালায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে এবং অন্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতা নামক সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধের কারণে জেলার জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে।

এই অবরোধ চলাকালে একটি লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে আলুটিলা পুনর্বাসন এলাকায় ‘সৌদিয়া’ নামের একটি অ্যাম্বুলেন্সে হামলা চালানো হয়। অ্যাম্বুলেন্সটি পানছড়ি থেকে মরদেহ নিয়ে চট্টগ্রামের পথে যাচ্ছিল। পথিমধ্যে অবরোধকারীরা গাড়ির সামনে ও পেছনের কাচ ভাঙচুর করে। বর্তমানে ভাঙচুরকৃত অ্যাম্বুলেন্সটি মাটিরাঙ্গা পৌরসভা এলাকায় অবস্থান করছে।

অ্যাম্বুলেন্সচালক মো. রাসেল হোসেন জানান, হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন যুবক এসে গাড়ির কাচ ভাঙচুর করে। পরে তিনি মাটিরাঙ্গা বাজারে গিয়ে নিরাপদ আশ্রয় নেন।

খাগড়াছড়ি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, গাড়িটির সামনের ও পেছনের কাচ ভাঙা হয়েছে, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

অবরোধের অংশ হিসেবে জেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালানো এবং গাছের গুঁড়ি ফেলে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে একটি খেত থেকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে শয়ন শীল (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন