সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, পাঁচ দফা দাবিতে শ্লোগান

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে দৌলতপুর থানার সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ বাজারে গিয়ে শেষ হয়।

দৌলতপুর উপজেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার।

আরোও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আরজ উল্লাহ, উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক ও পিয়ারপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল নোমান, উপজেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোগলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার এনামুল হক, উপজেলা জামায়াতের শ্রমিক কল্যাণ কমিটির সভাপতি আহসান হাবিব।


অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা জামায়াতের আমির ও দৌলতপুর উপজেলার সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন বলেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে এবং নেতৃত্বে থাকবে সৎ ও যোগ্য মানুষ। জনগণের অধিকার ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। বাংলাদেশে ৯০ ভাগ মানুষ মুসলমান। এদেশের রাজধানীকে মসজিদের নগরী বলা হয়। আমাদের সংবিধানের শুরুতেই লেখা আছে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’। সেখানে ধর্মনিরপেক্ষতা ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস উল্লেখ রয়েছে। অথচ দুঃখজনকভাবে, আজকের বাংলাদেশে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে পবিত্র কুরআনের আলোকে সমাজ, রাষ্ট্র, আইন ও অর্থনীতির বিষয়ে আলোচনা মসজিদে করতে দেওয়া হচ্ছে না। সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার ইত্যাদি সম্পর্কে আল্লাহ তায়ালা যা বলেছেন, সেসব বিষয়ে হক কথা বলা আজ নিষিদ্ধের পর্যায়ে চলে গেছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব অন্যায় মেনে নিলে ঈমান থাকে না।

তিনি আরও বলেন, আজ দেশে নির্যাতিত, নিপীড়িত মানুষের মুক্তির বদলে শোষণ, বৈষম্য ও দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছে। আমরা দেখছি, ইসলামের ওপর এক দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে। পশ্চিমা সভ্যতার ছোবলে এক ধরনের সাংস্কৃতিক ঝড় বইছে, যার লক্ষ্য ইসলামকে দুর্বল করা, মেরুদণ্ড ভেঙে দেওয়া এবং মুসলমানদের হতাশার অন্ধকারে ঠেলে দেওয়া। কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, এসব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা অন্ধকারকে চিরে ইসলামের বিজয় ছিনিয়ে আনব, ইনশাল্লাহ। সেই দিন আর দূরে নয়। বাংলাদেশে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী।

শেষে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য ‘পি.আর. পদ্ধতিতে নির্বাচন’সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবি মেনে নিতে হবে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন