সর্বশেষ

অর্থনীতি

সংকট মোকাবিলায় যথেষ্ট নয় বর্তমান ডলার রিজার্ভ: অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মোটামুটি স্থিতিশীল থাকলেও তা কোনো বড় আপৎকালীন পরিস্থিতির জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এজন্যই বাংলাদেশ ব্যাংক এখন বাজার থেকে ডলার কিনছে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিনিময় হার কমলেও কেন ডলার কেনা হচ্ছে?
এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, "ডলারের চাহিদা কমেছে, এ কারণে স্বাভাবিকভাবে বিনিময় হারও কমার কথা। কিন্তু বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক সময়ে প্রায় ২ মিলিয়ন ডলার কিনেছে, যাতে বাজার স্থিতিশীল রাখা যায়। কারণ হঠাৎ করে রেমিট্যান্সের ওপর চাপ পড়লে বা আমদানি বাড়লে সমস্যা দেখা দেবে।"

তিনি আরও বলেন, "বর্তমানে রিজার্ভে যে পরিমাণ ডলার রয়েছে, তা সংকটকালে আমদানি বা জরুরি খাতে ব্যবহারের জন্য যথেষ্ট নয়। শুধু আমদানিই নয়, রেমিট্যান্সসহ অন্যান্য প্রয়োজনেও ডলার দরকার হয়। তাই আগাম প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বাড়ানোর উদ্যোগ নিয়েছে।"

অতীতের অভিজ্ঞতা তুলে ধরে সাবেক গভর্নর বলেন,
"২০০৭-০৮ সালে আমি যখন গভর্নর ছিলাম, সিডর ও আইলার মতো বড় প্রাকৃতিক দুর্যোগে আমাদের অনেক অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে হয়েছে। তখনও আমরা বুঝেছিলাম, রিজার্ভ শক্তিশালী না থাকলে বড় বিপদে পড়তে হয়।"

ডলার সংকটের পেছনে প্রেক্ষাপট
২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়তে থাকে। বাংলাদেশেও এর প্রভাব পড়ে। ডলারের দাম ৮৫ টাকা থেকে এক সময় বেড়ে দাঁড়ায় ১২২ টাকায়। এর ফলে আমদানি ব্যয় ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে।

বাংলাদেশ ব্যাংক বিপুল পরিমাণ ডলার বিক্রি করেও তখন বাজার নিয়ন্ত্রণে রাখতে পারেনি। তবে সাম্প্রতিক সময়ে রপ্তানি আয় ও প্রবাসী আয় বাড়ায় বাজারে ডলারের সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে।

তবুও বাংলাদেশ ব্যাংকের ডলার কেনার যৌক্তিকতা ব্যাখ্যা করে অর্থ উপদেষ্টা বলেন,
"ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক এখন সরাসরি ডলার কিনছে। এর ফলে একদিকে রিজার্ভ বাড়ছে, অন্যদিকে বাজারেও স্থিতিশীলতা রক্ষা করা যাচ্ছে।"

পণ্যমূল্য ও জনদুর্ভোগ প্রসঙ্গে বলেন,
সাম্প্রতিক সময়ে পিপিআরসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে দেশের ৭০ শতাংশ মানুষ অসন্তুষ্টিতে রয়েছে। এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, তিনি প্রতিবেদনটি দেখেছেন এবং বিষয়টি সরকারের নজরে রয়েছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন